৭২ বিলিয়ন ডলারে নেটফ্লিক্স কিনছে ‘ওয়ার্নার ব্রাদার্স’

Bangla Post Desk
বিনোদন ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
৭২ বিলিয়ন ডলারে নেটফ্লিক্স কিনছে ‘ওয়ার্নার ব্রাদার্স’

স্ট্রিমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি চুক্তি সম্পন্ন হলো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের প্রতিযোগী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগকে ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে গেম অব থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিকস এবং এইচবিও ম্যাক্সের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কনটেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিক্সের হাতে।

এই অধিগ্রহণ হলিউডে ক্ষমতার ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দেবে। এতদিন নিজস্ব কনটেন্টের মাধ্যমে আধিপত্য ধরে রাখা নেটফ্লিক্স এবার ওয়ার্নার ব্রাদার্সের এক শতাব্দীর পুরনো ক্লাসিক লাইব্রেরির সঙ্গে তাদের বিশ্বখ্যাত সিরিজ যেমন— স্কুইড গেম এবং স্ট্রেঞ্জার থিংস-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলোকে একত্রিত করবে।

নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই বিশ্বকে বিনোদন দেওয়া। ওয়ার্নার ব্রাদার্সের অবিশ্বাস্য লাইব্রেরি—যা ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ থেকে শুরু করে ‘হ্যারি পটার’ এবং ‘ফ্রেন্ডস’ পর্যন্ত বিস্তৃত—তার সঙ্গে আমাদের সংস্কৃতি-নির্ধারণকারী টাইটেলগুলোকে একত্রিত করে আমরা দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব।’

চুক্তির মূল দিক ও চ্যালেঞ্জ

চুক্তিটির মোট এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ৮২.৭ বিলিয়ন ডলার (ঋণসহ), যার ইক্যুইটি মূল্য ৭২ বিলিয়ন ডলার।

এই চুক্তির আওতায় ওয়ার্নার ব্রাদার্স, এইচবিও, এইচবিও ম্যাক্স এবং ডিসি এন্টারটেইনমেন্ট-এর মালিকানা পাবে নেটফ্লিক্স।

চুক্তির আগে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের কেবল টিভি নেটওয়ার্ক বিভাগ ‘ডিসকভারি গ্লোবাল’ কে একটি আলাদা কোম্পানিতে বিভক্ত করবে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই বিশাল চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অ্যান্টিট্রাস্ট স্ক্রুটিনি (Antitrust Scrutiny) বা বাজার নিয়ন্ত্রণের কঠোর পর্যালোচনার মুখোমুখি হতে পারে নেটফ্লিক্স।

তাদের উদ্বেগ, দুই বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্মিলন বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেবে।

তা সত্ত্বেও, নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওর সিনেমাগুলো সিনেমা হলগুলোতেও মুক্তি দেওয়া অব্যাহত রাখবে।

এদিকে, এই চুক্তির ফলে আগামী তিন বছরের মধ্যে নেটফ্লিক্স ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক খরচ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স