‘ও আমার জীবনে শান্তি এনে দিয়েছে, আমি সৌভাগ্যবান’
মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খানের ব্যক্তিজীবন আলোচনায় এসেছে সেই মুহূর্ত থেকেই, যখন তিনি তার প্রেমিকা গৌরি স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন। জনসমক্ষে হাত ধরাধরি করে হাঁটা থেকে শুরু করে প্রকাশ্যে সম্পর্কের স্বীকৃতি—দুজনের ঘন ঘন উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
এবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে আমির আবারও কথা বলেন তার দুই প্রাক্তন স্ত্রী—রীনা দত্ত ও কিরণ রাও—এবং গৌরির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে।
অভিনেতা জানান, ৬০ বছরে এসে আবার প্রেম পাওয়ার কথা তিনি ভাবেননি। তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যখন মনে হয়েছিল, আর হয়তো অর্থবহ কোনো সঙ্গী পাওয়া সম্ভব নয়।
তার ভাষায়, ‘না, সত্যি বলতে আমি একেবারেই আশা করিনি। আমি ভাবতাম, আমার আর এমন কাউকে পাওয়া হবে না, যাকে জীবনসঙ্গী বলা যায়। আমি প্রস্তুতও ছিলাম না।’
‘তারে জামিন পার’ অভিনেতা এরপর গৌরির প্রশংসা করে বলেন, ‘ও আমার জীবনে অনেক শান্তি এনেছে, এনে দিয়েছে স্থিরতা। ও সত্যিই অসাধারণ একজন মানুষ। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, ওর সঙ্গে আমার দেখা হয়েছে। সত্যি বলতে, আমি খুবই সৌভাগ্যবান।’
দুই প্রাক্তন স্ত্রীর কথা টেনে তিনি আরও যোগ করেন, ‘আমাদের বিয়ে হয়তো টেকেনি, কিন্তু জীবন টিকেছে। রীনা, কিরণ এবং এখন গৌরি—এই তিনজন মানুষ আমার জীবনে বিশালভাবে অবদান রেখেছেন। আমি বহু দিক থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল।’
আমির খানের প্রথম বিয়ে হয় রীনা দত্তের সঙ্গে, তাদের দুই সন্তান—ইরা খান ও জুনায়েদ খান। ২০০২ সালে বিচ্ছেদের তিন বছর পর, আমির দ্বিতীয় দফায় বিয়ে করেন কিরণ রাওকে। তাদের এক ছেলে—আজাদ।
এরপর ২০২১ সালে আমির ও কিরণের বিচ্ছেদ হয়। তবে আজও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে আমিরের সম্পর্ক উষ্ণ ও সম্মানজনক।
