পিঙ্ক ও অল-ব্ল্যাক গাউনে নজর কাড়লেন কৃতি স্যানন

Bangla Post Desk
বিনোদন ডেস্ক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
পিঙ্ক ও অল-ব্ল্যাক গাউনে নজর কাড়লেন কৃতি স্যানন
নিউড পিঙ্ক ড্রেস ও অল-ব্ল্যাক গাউনে নজর কাড়লেন কৃতি স্যানন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বর্তমানে বলিউডের সেই বিরল অভিনেত্রীদের একজন কৃতি স্যানন। টানা তিনটি ব্যবসা সফল সিনেমার হ্যাটট্রিক করেছেন এই লাস্যময়ী। তার সর্বশেষ তিনটি সিনেমা— ক্রু, তেরি বাতো মে অ্যাইসা উলঝা জিয়া এবং তেরে ইশক মে— বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছে।

সম্প্রতি তিনি সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। সেখানেই তাকে নিনা ডব্রেভ, ডাকোটা জনসন এবং উমা থারম্যানের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। তবে সবার নজর কেড়েছে তার মনোমুগ্ধকর অল-ব্ল্যাক গাউন।

‘দো পাত্তি’খ্যাত এই অভিনেত্রী রেড সি গালায় হাজির হন অস্ট্রেলিয়ান ডিজাইনার টোনি ম্যাটিসেভস্কির কালেকশনের একটি স্কাল্পটেড ব্ল্যাক গাউনে।

‘উইমেন ইন সিনেমা’ ইভেন্টের জন্য তিনি বেছে নেন এই thigh-high slit–যুক্ত গাউনটিকে, যা সৌন্দর্য ও মার্জিত ভাবের সমন্বয়।

গাউনের রাফলড ডিটেইলস লুকে নাটকীয়তা যোগ করেছে। কৃতি তার মেকআপেও আনেন বাড়তি আকর্ষণ— কাজল-লাইন্ড স্মোকি আইস, সঙ্গে নিউড পিঙ্ক লিপ শেড। এদিন গয়না পরেছিলেন কম, আর তার ‘মেসি-মিটস-ক্ল্যাসি’ হেয়ারস্টাইল পুরো লুককে নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে।

জেদ্দার আরেক ইভেন্টে পিঙ্ক ড্রেসে কৃতি

জেদ্দার আরেকটি অনুষ্ঠানে কৃতি স্যানন পরেছিলেন একটি নিউড পিঙ্ক ড্রেস। এতে ছিল ফিটেড বডিস, কোমরের নিচে নেট মেশ, আর স্কার্ট অংশে সূক্ষ্ম ফ্লোরাল ডিটেইলস—যা লুককে আরও উজ্জ্বল করেছে।

নারী চরিত্র ও তার অভিনয়ে ‘গ্রে শেড’ নিয়ে কথা বলতে গিয়ে কৃতি বলেন, ‘নারীরাও ত্রুটিপূর্ণ— এবং তাতেই তাদের ভালোবাসা যায়। কারণ তারা বাস্তব, পুরুষ চরিত্রের মতোই মানবিক।’

এদিকে রেড সি ফেস্টিভ্যালে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি ডাকোটা জনসনের সঙ্গে পোজ দেন।