অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ নভেম্বরের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চয়ই সম্পন্ন করতে হবে এবং ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা কার্যকর থাকবে।

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৪ সালের পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ থেকে ৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এ কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।