পরিচয় মিলল খণ্ডিত সেই মরদেহের
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রামের অজ্ঞতনামা পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় বের করে।
নিহত পুরুষের নাম মো. আশরাফুল হক। বয়স ৪৩ বছর। বাড়ি রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।
বাংলা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি জানান, ‘স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, আপাতত আমরা জানতে পেরেছি, দুপুর ২টা থেকে আড়াইটার দিকে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। সন্ধ্যায় যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দেওয়া হলে ড্রাম খুলে চালের মধ্য থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়।’
