৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের খবর পাওয়া গেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এ সময় তিনি পুলিশের গাড়িতে বসেও ওই স্লোগান দেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, বোরকার ওপর গোলাপী ওড়না গায়ে এক নারীকে পুলিশ ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে, ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় ওই নারীকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে সকালের দিকে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ। পরে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেয় ধানমণ্ডি থানা পুলিশ।
