আনঅফিশিয়াল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
আনঅফিশিয়াল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রিতে মার্চ মাস পর্যন্ত সময় পাবেন বিক্রেতারা। প্রতীকী ছবি

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আনঅফিসিয়াল ফোন বিক্রির জন্য বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হবে। এসব ফোন বন্ধ হবে না। তবে, মার্চ মাসের পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির আর কোনো সুযোগ থাকবে না।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে হওয়া বৈঠক শেষে এসব তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম সাংবাদিকদের জানান, সরকার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। 

এদিকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। 

আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন, ‘সবার সঙ্গে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।’

ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে অংশ নেন এনবিআর প্রতিনিধি, বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

বিপি/আইএইচ