কমেছে স্বর্ণের দাম

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩২৪.৯১ ডলারে দাঁড়িয়েছে।

একই সঙ্গে, ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৪২.৭০ ডলারে নেমে গেছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) গুরুত্বপূর্ণ নীতি-সভার আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম এলো এই পরিবর্তন। বিনিয়োগকারীরা আশঙ্কা, ফেড সুদের হার প্রত্যাশার চেয়ে বেশি কমে যেতে পারে। আর সেই আশঙ্কাতেই কমেছে স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি দরপতন দেখা গেছে রুপার ক্ষেত্রেও। রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ২৭.৭৬ ডলারে নেমেছে। গেল শুক্রবার মূল্যবান এই সাদা ধাতুটি আউন্সপ্রতি ২৯.৩২ ডলারে পৌঁছে একটি রেকর্ড উচ্চতায় ছিল।

এদিকে প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৯৮৮.৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৫৯.৭৮ ডলারে দাঁড়িয়েছে।