ব্যাংকে কোটিপতি গ্রাহক বৃদ্ধির কারণ জানালেন অর্থ উপদেষ্টা
বাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে বা গচ্ছিত রাখা টাকা আবার ব্যাংকে জমা দেওয়ার প্রবণতা বাড়ায় কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, নগদ সংকট থাকলেও বহু মানুষের ঘরে রাখা অর্থ এখন ব্যাংকিং খাতে ফিরে আসছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ৯৭৪টি। জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে আরও ৭৩৪টি নতুন কোটিপতি হিসাব যোগ হয়েছে।
কোটিপতি বাড়ার কারণ জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকে অনেকদিন ধরে বাড়িতে টাকা-পয়সা লুকিয়ে রাখছিলেন। এখন তারা সেসব ব্যাংকে জমা দিচ্ছেন।’
তিনি আরও বলেন, বাস্তবে অনেকের হাতে টাকা কম থাকলেও ঘরে গচ্ছিত থাকা অর্থ ব্যাংকে ফেরায় কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে।
