1. হোম
  2. সারাদেশ

কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম-পঞ্চগড়

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম
কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম-পঞ্চগড়
ছবি- সংগৃহীত

ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েক দিন ধরে কুয়াশা আর কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়ক ও মাঠঘাটে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে একই দিন সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীত থেকে বাঁচতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া বলেন, কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডায় মানুষ রাস্তায় বের হচ্ছে না। ফলে ভাড়াও পাওয়া যাচ্ছে না, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

অপরদিকে, পঞ্চগড়ের হাড়িভাসা এলাকার অটোরিকশাচালক রফিকুল জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীও অনেক কমে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ও পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তারা জানান, ডিসেম্বরের শেষ দিকে উত্তরাঞ্চলের ওপর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিপি/ এএস

ট্যাগ: শীত