ময়মনসিংহে পুলিশ সদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে পুলিশ সদস্য হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পৃথক আরেকটি হত্যা মামলায় এক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এবং অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক জয়নাব বেগম এ দুটি রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি ঝালকাঠি জেলার আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২) এবং ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলার আসামি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)।
এ ছাড়া তারাকান্দায় আরেক মামলায় নরসিংদী জেলার দীন ইসলামকে (২৩) ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন কনস্টেবল সাইফুল। এর জেরে সাইফুলকে হত্যা করে মরদেহ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন আলাউদ্দিন ও নাসরিন। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
অপর ঘটনায় ২০২২ সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দ্বীন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় নিহতের ছেলে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
