পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাসার সামনে আগুন দেওয়ার অভিযোগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০২:৫৪ এএম
পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাসার সামনে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাসার সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

পিনাকী ভট্টাচার্য ঘটনার ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। ৪ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন মুখোশধারী তার বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে চলে যায়।

তিনি স্ট্যাটাসে নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানান। পিনাকী লিখেছেন, গতরাতে আমার বগুড়ার বাসার গেটের সামনে দুজন মুখোশধারী আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমার বৃদ্ধা মা ওই বাড়িতে থাকেন। এরা এমন কাজ করেছে রাজনীতির উদ্দেশ্যে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি এবং এসব দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না। আমার কণ্ঠস্বর কোনো আগুনে নেভানো সম্ভব নয়।

ঘটনার পর বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ফুটেজে দেখা যায় দুজন মুখোশধারী ছোট একটি প্লাস্টিকের টুকরোয় আগুন লাগিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। এটি বড় ধরনের অগ্নিসংযোগ নয়, তবে অভিযোগকারী এটিকে ভয়-ভীতি প্রদর্শনের ঘটনা হিসেবে দেখছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

বর্তমানে পিনাকী ভট্টাচার্য দেশের বাইরে অবস্থান করছেন, তবে তার পরিবার বাসাতেই বসবাস করছে। যোগাযোগের চেষ্টা করা হলেও তার মা সুকৃতি ভট্টাচার্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।