নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের বাম হাতের কাটা অংশ উদ্ধার

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ মে ২০২৫, ১১:২৩ পিএম

ছবি : সংগৃহীত
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো মানুষের বাম হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত ৮টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়ার নারদ নদে ব্রিজ থেকে এ হাতের অংশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এলাকাবাসী রাতে ব্রিজের ওপর মানুষের কাটা হাত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কাটা হাত উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুর রহমান জানান, অন্যকোনো স্থান থেকে হাতের কাটা অংশ আনা হতে পারে। চলন্ত যানবাহন থেকে এটি নারদ নদে ফেলার চেষ্টা করা হয়।
মাহবুর রহমান বলেন, কনুই থেকে কাটা অংশটি বাম হাতের। আর এটি বয়স্ক মানুষের হতে পারে। এছাড়া বুড়ো আঙুলের সঙ্গে ছোট একটি অতিরিক্ত আঙুল রয়েছে। উদ্ধার হওয়ার কাটা অংশের সূত্র ধরে তার পরিচয়ের সনাক্তের চেস্টা চলছে বলে জানান তিনি।