বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় ঢোকা নিয়ে  দুপক্ষের ককটেল বিস্ফোর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ মে ২০২৫, ১০:৫৩ পিএম
বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় ঢোকা নিয়ে  দুপক্ষের ককটেল বিস্ফোর
ছবি : সংগৃহীত

বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় ঢোকা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আশরাফুল আমিন ফরহাদসহ কয়েকজন আহত হন।

বুধবার (৭ মে) বিকেলে শহরের হিলভিউ হোটেলের কনফারেন্স রুমে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা শুরু হওয়ার আগে সদস্য সচিব ফরহাদ তার অনুসারীদের নিয়ে সভাস্থলে প্রবেশ করতে চাইলে আহ্বায়ক আলী হায়দার বাবলুর অনুসারীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ককটেল বিস্ফোরণে সদস্য সচিব ফরহাদসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঘটনার বিষয়ে সদস্য সচিব ফরহাদের অনুসারী রায়হান বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের আগমনে আমরা ফরহাদ ভাইয়ের নেতৃত্বে সভাস্থলে গেলে আমাদের ঢুকতে বাধা দেয়া হয়। একপর্যায়ে আলী হায়দার বাবলুর অনুসারীরা আমাদের ওপর হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।’
  
তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু বলেন, ‘আমি মঞ্চে ছিলাম, প্রোগ্রাম চলছিল। নির্ধারিত লোক ছাড়া কাউকে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত ছিল। কোনো ঘটনা ঘটেছে কি না, সেটি প্রোগ্রাম শেষে বলতে পারব।’
 
উল্লেখ্য, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সহসভাপতি মো. ওয়াহিদুর রহমান বানী, যুগ্ম সম্পাদক জেড আই কামালসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।