মোহাম্মদপুরের মা-মেয়ে হত্যাকাণ্ড

খুনির মুখে বেরিয়ে এলো হত্যার নৃশংস বর্ণনা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
খুনির মুখে বেরিয়ে এলো হত্যার নৃশংস বর্ণনা
ছবি: সংগৃহীত

চুরির অপবাদ থেকে ক্ষোভ। আর সেই ক্ষোভের জের ধরেই ঘটলো মোহাম্মদপুরের আলোচিত সেই মা আর মেয়ে হত্যাকাণ্ড। আর সেই হত্যার নৃশংস বর্ণনা এবার জানা গেল হত্যাকারী গৃহকর্মী আয়েশার মুখ থেকে।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠি থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে ‘হিট অব দ্য মোমেন্টে’ খুন করার কথা জানিয়েছেন গৃহকর্মী আয়েশা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আয়েশা জানিয়েছেন, খণ্ডকালীন গৃহকর্মীর কাজ নেয়ার পরই ওই বাসা থেকে কিছু টাকা খোয়া যায়। এ ঘটনায় গৃহকর্তী লায়লা আফরোজ (৪৮) তাকে দোষারোপ করেন। টাকা চুরির অপবাদে কয়েক দফায় টর্চারও করা হয়। এর প্রেক্ষিতেই ‘হিট অব দ্য মোমেন্টে’ ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড।

আয়েশার ভেতর এতোটাই ক্ষোভ ছিল যে একবার দুবার নয়, ৩৬বার ছুরিকাঘাত করেছেন তিনি লায়লা আফরোজ। এরপর হত্যার বিষয়টি মেয়ে নাফিসা সাওয়াল বিনতে আজিজ দেখে ফেললে তাকেও ছুরিকাঘাতে হত্যা করে আয়েশা।

হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় ঝালকাঠি থেকে প্রধান আসামী আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হলেও এখনও ঢাকায় এসে পৌঁছাননি তিনি। তাকে গ্রেফতারকারী টিম ঢাকায় পৌঁছালে জিজ্ঞাসাবাদ করা হবে।