চলছে স্কুলে ভর্তির লটারি, যেভাবে জানবেন ফল

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
চলছে স্কুলে ভর্তির লটারি, যেভাবে জানবেন ফল
ছবি : সংগৃহীত
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি শুরু হয়।
 
লটারি শেষে gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা।
 
বুধবার (১০ ডিসেম্বর) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
 
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মহানগরী থেকে জেলা সদর পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি পুরোপুরি ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলের মাধ্যমে দ্রুত অবহিত করতে হবে। 

গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ভর্তির সুযোগ পাবেন আজকের লটারিতে নির্বাচিতরা।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি, আর বেসরকারি স্কুল ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি।

আবেদনকারীরা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছেন।

বেসরকারি প্রতিষ্ঠানে লটারির জন্য নির্ধারিত ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী, যারা পছন্দক্রম দিয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। তবে মাউশি এখনো আবেদনসংখ্যার নতুন কোনো হালনাগাদ তথ্য জানায়নি। 
 
বিপি/আইএইচ