1. হোম
  2. তথ্যপ্রযুক্তি

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

Bangla Post Desk
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম
ছবি- সংগৃহীত

জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্যবহারের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইনস্টাগ্রাম ঘোষণা করেছে যে, একটি পাব্লিক পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অনেক হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে কনটেন্টের রিচ বা ভিউ বাড়ানো সম্ভব নয়। বরং কম কিন্তু প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে।

নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হলো হ্যাশট্যাগের অপব্যবহার ঠেকানো এবং কৃত্রিমভাবে ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর প্রবণতা কমানো। অনেক ব্যবহারকারী অতিরিক্ত সাধারণ হ্যাশট্যাগ যেমন #reels বা #explore ব্যবহার করেন, যা আসলে পোস্টের পারফরম্যান্সে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না, বরং কখনো কখনো রিচ কমিয়ে দিতে পারে।

২০১১ সালে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ফিচার চালু হওয়ার পর এটি কনটেন্ট খোঁজা এবং নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে ওঠে। আগে একটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহার করা যেত, কিন্তু এর অপব্যবহারের কারণে প্ল্যাটফর্মটি এখন নতুন নিয়ম চালু করেছে।

ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটরদের পরামর্শ দিয়েছে, তাদের কনটেন্টের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, যাতে সেই নির্দিষ্ট বিষয়টির প্রতি আগ্রহী ব্যবহারকারীদের কাছে সহজেই পৌঁছানো যায়। থ্রেডসেও হ্যাশট্যাগ ব্যবহারে সীমা আরোপ করা হয়েছে, এবং ইনস্টাগ্রামের লক্ষ্য হলো কমিউনিটিভিত্তিক কনটেন্টকে উৎসাহিত করা এবং 'এনগেজমেন্ট হ্যাকিং' কমানো।