৬ হাজার কর্মী ছাটাই করবে এইচপি
আগামী তিন বছরের ভেতর বিশ্বজুড়ে বিপুল পরিমাণে কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট এইচপি। কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, ২০২৮ অর্থবছরের মধ্যে বিশ্বব্যাপী ৪ থেকে ৬ হাজার কর্মী ছাটাই করা হতে পারে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন এইচপির প্রধান নির্বাহী এনরিক লোরেস।
তিনি বলেন, ‘পণ্য উন্নয়ন, গ্রাহকসেবা ও অভ্যন্তরীণ কার্যক্রমে আমরা বড় ধরনের পরিবর্তন আনছি, আর এই ক্ষেত্রগুলোতেই ছাঁটাইয়ের প্রভাব পড়বে।’
লোরেস আরও বলেন, ‘নতুন উদ্যোগের ফলে আগামী তিন বছরে আমরা প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয়ের আশা করছি।’
মূলত সংস্থাটির পরিচালনা কাঠামো আরও সহজ করা আর কৃত্রিম বুদ্ধিমত্তা-কেন্দ্রিক প্রযুক্তিতে বড় বিনিয়োগের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেই এইচপি আরও একবার বিপুল পরিমাণে কর্মী ছাটাই করেছিল। সেবার এক থেকে দুই হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।
