1. হোম
  2. তথ্যপ্রযুক্তি

ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’
ছবি- সংগৃহীত

গুগল তাদের জনপ্রিয় ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এটি আর ব্যবহারযোগ্য হবে না। গুগল জানিয়েছে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফিচারটি বন্ধ হয়ে যাবে।

প্রায় দেড় বছর আগে চালু হওয়া এই ফিচারের লক্ষ্য ছিল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা। ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম বা সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ বিভিন্ন তথ্যের কোনো ডেটা লিক বা হ্যাকের ঘটনা ঘটলে ব্যবহারকারীদের সতর্ক করা হতো।

শুরুতে ফিচারটি অনেকের কাছে উপকারী মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, ব্যবহারকারীরা জানিয়েছেন যে রিপোর্ট ঝুঁকি শনাক্ত করলেও করণীয় বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেয় না।

সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে অভিযোগ এসেছে। বিশেষ করে রেডিটে অনেক ব্যবহারকারী জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর কি করতে হবে তা বোঝা যেত না। বেশির ভাগ ক্ষেত্রে শুধু পাসওয়ার্ড পরিবর্তন ছাড়া কোনো স্পষ্ট সমাধান পাওয়া যেত না।

গুগল বলেছে, এই কারণেই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও কার্যকর ও বাস্তবসম্মত নিরাপত্তা টুল তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছে।

ডার্ক ওয়েব রিপোর্টের পরিবর্তে গুগল ব্যবহারকারীদের ‘সিকিউরিটি চেকআপ’, ‘পাসওয়ার্ড ম্যানেজার’ এবং ‘পাসওয়ার্ড চেকআপ’ ফিচার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এসব টুল ব্যবহারকারীদের নিরাপত্তা যাচাই ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারে সহায়তা করবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম ১৬ জানুয়ারি ২০২৬ থেকে বন্ধ হবে। এক মাস পর, ১৬ ফেব্রুয়ারি ফিচারটি পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট সব তথ্য গুগলের সার্ভার থেকে মুছে ফেলা হবে। ব্যবহারকারীরা চাইলে ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ অপশন থেকে নিজেদের তথ্য আগেই মুছে ফেলতে পারবেন।

বিপি/ এএস