১০৬ কিমি হেঁটে রোবটের বিশ্বরেকর্ড

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
১০৬ কিমি হেঁটে রোবটের বিশ্বরেকর্ড
চীনের তৈরি মানবাকৃতির রোবট। সংগৃহীত ছবি

অবিশ্বাস্য হলেও সত্য, চীনে তৈরি মানবাকৃতির একটি রোবট বিরতি ছাড়া টানা তিন দিন হাঁটে ১০৬ কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে।

সাংহাইয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাজিবট নির্মিত এই রোবটটির নাম ‘এ-টু’। রুপালিকালো অবয়বের এ রোবট এখন পর্যন্ত অবিচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ দূরত্ব হাঁটার রেকর্ড গড়ে ভবিষ্যৎ প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।

 ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ-টু ট্রাফিক নিয়ম মেনে চলতে সক্ষম হওয়ায় সাধারণ পথচারীর মতোই সিগন্যাল, ভিড়, সরু পথ এবং বাধা পেরিয়ে নির্বিঘ্নে হাঁটতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা রোবটটির পুরো যাত্রাপথ পর্যবেক্ষণে রেখেছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, গত ১০ নভেম্বর পূর্বাঞ্চলীয় সুঝো শহর থেকে যাত্রা শুরু করে রোবটটি। টানা হাঁটার পর ১৩ নভেম্বর এটি সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছায়। অ্যাজিবটের উন্নত হটসোয়াপ ব্যাটারি প্রযুক্তি রোবটটিকে বিরতিহীন শক্তি জুগিয়েছে।

এতে ডুয়াল জিপিএস, লাইডার এবং ইনফ্রারেড ডেপথ সেন্সর যুক্ত রয়েছে, যা দিনরাত পরিবেশ বুঝে নিরাপদে চলতে সহায়তা করে।

বিপি/ এএস