ফাহিমকে প্রধান করে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ এএম
ফাহিমকে প্রধান করে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি
ছবি : সংগৃহীত

বিসিবির নেতৃত্ব পরিবর্তনের পর এবার পরিবর্তন আসছে গঠনতন্ত্রেও। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

একই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

একই সভায়, টানা তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর। আর ফাইনাল হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।