মেসিই কী তবে কলকাতায় বিশৃঙ্খলার ‘মূল হোতা’?
লিওনেল মেসির তিন দিনের ভারত সফর ঘিরে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক। কলকাতা থেকে শুরু হওয়া এই ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’ হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি হয়ে শেষ হলেও আলোচনার কেন্দ্রে এখন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা।
বিশৃঙ্খল পরিবেশের জন্য যখন আয়োজকদের দিকে আঙুল উঠছে, তখন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার সরাসরি দায়ী করেছেন খোদ আর্জেন্টাইন অধিনায়ককেই।
স্পোর্টস্টার-এ লেখা নিজের কলামে গাভাস্কার মেসির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
গাভাস্কারের দাবি অনুযায়ী, চুক্তি মোতাবেক মেসির অন্তত দুই ঘণ্টা মাঠে থাকার কথা ছিল। কিন্তু বিশ্বজয়ী এই তারকা মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে অবস্থান করে দ্রুত প্রস্থান করেন।
আয়োজকরা বিশৃঙ্খলা বা ভিআইপিদের ভিড়কে দায়ী করলেও গাভাস্কার মনে করেন, মেসির জন্য কোনো নিরাপত্তা হুমকি ছিল না। রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য ছিল।
গাভাস্কার প্রশ্ন তুলেছেন— হাজার হাজার টাকা খরচ করে আসা দর্শকদের জন্য মেসি কি স্টেডিয়ামের চারদিকে একবার হাঁটতে পারতেন না? বা অন্তত একটি পেনাল্টি শট নিতে পারতেন না? এটুকুই দর্শকদের শান্ত করার জন্য যথেষ্ট ছিল।
সফরের শুরুতে কলকাতার মাঠে দর্শকদের ভাঙচুর ও বিশৃঙ্খলার খবর বিশ্ব গণমাধ্যমে নেতিবাচক শিরোনাম হয়েছে। গাভাস্কারের মতে, দর্শকদের এই ক্ষোভের প্রধান কারণ ছিল তাঁদের প্রিয় নায়ককে চোখের সামনে না পাওয়া।
গভাস্কার বলেন, ‘সবাইকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেননি, তাঁর দিকে কেউ তাকাচ্ছে না। চুক্তির শর্ত যদি নির্দিষ্ট সময় থাকার হয়ে থাকে এবং তিনি যদি আগে চলে যান, তবে এর দায় মেসি ও তাঁর টিম এড়িয়ে যেতে পারে না।’