1. হোম
  2. খেলাধুলা

তাসকিনের দারুণ শুরুর পর শেষ ওভারে ধাক্কা, তবু জিতল দল

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
তাসকিনের দারুণ শুরুর পর শেষ ওভারে ধাক্কা, তবু জিতল দল
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শারজা ওয়ারিয়র্জের জয়ে বড় ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষ ওভারে রান খরচ বেড়ে যায় বাংলাদেশি এই পেসারের। শেষ পর্যন্ত শেষ বলের নাটকীয়তায় চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় শারজা।

আইএল টি-টোয়েন্টির পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে এটি শারজার তৃতীয় জয়। এই ম্যাচে তাসকিন ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ২টি উইকেট। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮।

ইনিংসের শুরুতেই আক্রমণে আসেন তাসকিন। প্রথম ওভারের শেষ বলে ফিল সল্টকে আদিল রশিদের হাতে ক্যাচ বানান তিনি। পরের ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও দ্বিতীয় বলেই অ্যালেক্স হেলসকে আউট করে আবার আঘাত হানেন। পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন।

তবে নিজের শেষ ওভার করতে এসে চাপে পড়েন এই পেসার। ১৯তম ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ব্যাটে দুটি করে ছক্কা হজম করে ২৫ রান দেন তিনি। তবু আবুধাবি ৯ উইকেট হারিয়ে থামে ১৩৪ রানে।

শারজার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আদিল রশিদ। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ওয়াসিম আকরাম ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে শিকার করেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় শারজা। তবে জেমস রিউর অপরাজিত ৪২ রানের দৃঢ় ইনিংসে জয় নিশ্চিত করে দলটি। শেষ ওভারে ১২ রান দরকার ছিল শারজার। প্রথম বলেই চার হাঁকান রিউ, এরপর আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে সিঙ্গেল ও ডাবলস নিয়ে শেষ বলেই ম্যাচ জেতান তিনি। ২৯ বলে খেলা তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।

বিপি/ এএস

ট্যাগ: বিনোদন