হাদির কবরে আজও মানুষের ঢল
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হন। সমাহিত হওয়ার পর থেকে মানুষ তার কবরে ভিড় জমাচ্ছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরেও সমাধিস্থলে মানুষের আগমন অব্যাহত থাকে। কবরস্থানে প্রবেশ না করতে পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে মানুষ হাদির জন্য দোয়া করছেন, কেউ অঝোরে কাঁদছেন, কেউ কোরআনের আয়াত পাঠ করছেন।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়।
শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
শরিফ ওসমান হাদিকে ঢাকা আনার পর শনিবার বাদ জোহর জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
বিপি/ এএস