1. হোম
  2. শিক্ষা

১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম
১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা
ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুলকলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামী থেকে নির্দিষ্ট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন নামসজিদের ইমামতি, দোকান পরিচালনা, সাংবাদিকতাপ্রাইভেট কোচিংসহ অন্যান্য পেশা এতে অন্তর্ভুক্ত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রবিবার এই সংক্রান্ত নোটিশ উপজেলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেছে।

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানিয়েছেন, “মাউশি থেকে ১১টি পেশা নির্দিষ্ট করে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষকরা মূল দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে এগুলোতে নিয়োজিত হতে পারবেন না।”

নিষিদ্ধ পেশাগুলোর মধ্যে রয়েছে

বাণিজ্যিক সাংবাদিকতা ,আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা ব্যবসা, হজ এজেন্ট বা বিপণন কার্যক্রম , বিয়ের কাজী বা ঘটকালী পেশা, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিব , রাজনৈতিক ব্যক্তিত্বের সহকারী বা চাটুকার।

তবে শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত হতে পারবেন, তবে তা মূল শিক্ষকতা কাজে কোনো ব্যাঘাত না ঘটানোর শর্তে।

বিপি/ এএস