1. হোম
  2. আইন-আদালত

ট্রাইব্যুনালে সালমান-আনিসুলের শুনানি আজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
ট্রাইব্যুনালে সালমান-আনিসুলের শুনানি আজ
সালমান এফ রহমান ও আনিসুল হক । ছবি- সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতার বিরুদ্ধে হত্যার উসকানিসহ একাধিক অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছেকারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও হত্যায় উসকানি দেওয়া, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে সহিংসতার নির্দেশনা, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করা।

শুনানিতে প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালের সামনে অভিযোগের বিস্তারিত উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরবেন। এ ছাড়া বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আসামিপক্ষ যে আবেদন করেছে, সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।

একই দিনে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার শুনানিও হওয়ার কথা রয়েছে। পলাতক জয়ের পক্ষে রাষ্ট্রীয় খরচে ডিফেন্স আইনজীবী নিয়োগের বিষয়ে আদেশ আসতে পারে। এর আগে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল।

এছাড়া একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা ও আরও দুইজনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণের সূচিও রয়েছে আজ।

বিপি/ এএস