নেপালকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ
আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে। এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল যুব টাইগাররা।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ১ বলে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৭ বলে ৫ রান করে আউট হলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর তিন নম্বরে নেমে ব্যর্থ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাত্র ১ বলে ১ রান করে রানআউটের শিকার হন তিনি।
২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন। অ্যালেন ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও অপরপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন জাওয়াদ। ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৬৮ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয় এনে দেন তিনি।
এর আগে নেপালের ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারায় নেপাল। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার (২৩) ও অভিষেক তিওয়ারি (৩০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ১৩০ রানেই অলআউট হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিপি/আইএইচ