Daily Bangla Post
  1. হোম
  2. সারাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটিও ছিল চুরি করা। এর আগেও একইভাবে অন্য একটি বাসা থেকে চাকু চুরি করেছিলেন ঘাতক গৃহকর্মী আয়েশা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় কুপিয়ে হত্যা করা হয় লায়লা আফরোজ (৪৮) ও তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫)। এ ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী আ. জ. ম. আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দুই দিন পর ঝালকাঠির নলছিটি এলাকায় আয়েশার স্বামী জামাল শিকদার ওরফে রাব্বি শিকদারের দাদাবাড়ি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে আদালতে হাজির করলে আদালত আয়েশার ৬ দিনের এবং তার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গৃহকর্মী আয়েশা।

অন্যদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে রাব্বি শিকদার দাবি করেন, তিনি জানতেন তার স্ত্রী আয়েশা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মচারী। তবে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনার পরই প্রথম জানতে পারেন, তার স্ত্রী গৃহকর্মীর কাজ করতেন।

রাব্বি আরও জানান, তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী এবং হেমায়েতপুর এলাকায় রাতে ডিউটি করতেন। দিনে ঘুমাতেন এবং স্ত্রী বাইরে কাজ করায় দুই বছরের সন্তানকে দেখাশোনা করতেন তিনি। হত্যাকাণ্ডের দিন ফেসবুকে ঘটনার খবর দেখলেও কয়েক ঘণ্টা পর জানতে পারেন এতে তার স্ত্রী জড়িত। এ খবর জানার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার সময় ধস্তাধস্তিতে আয়েশার হাত কেটে যায়। আহত অবস্থায় বাসায় ফেরার পর রাব্বি প্রথমে তার হাতের চিকিৎসা করান। এরপর স্ত্রীকে নিয়ে সদরঘাটে যান। সেখানে আয়েশার চুরি করে আনা একটি ল্যাপটপ পাঁচ হাজার টাকায় বিক্রি করেন তিনি। পরে সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল এবং সেখান থেকে ঝালকাঠির নলছিটি এলাকায় দাদাবাড়িতে গিয়ে আত্মগোপন করেন তারা।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিপি/আইএইচ