Daily Bangla Post
  1. হোম
  2. খেলাধুলা

নয়াদিল্লিতে মেসি, বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
নয়াদিল্লিতে মেসি, বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসির ভারত সফর শেষ পর্যায়ে পৌঁছেছে, যেখানে নয়াদিল্লি তার শেষ শহর। কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে এবং মেসির ভক্তদের প্রবেশাধিকার নিশ্চিত করতে দিল্লি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ভারতের রাজধানীতে মেসিকে বরণ করা হবে। মূল অনুষ্ঠান অরুণ জেটলি স্টেডিয়ামে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষ সকাল ১১টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। এজন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কড়া যানচলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

জিওএটি ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছাবেন মেসি। প্রথমে তিনি শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রীর বাসভবনে ২০ মিনিটের বৈঠক করবেন।

এরপর মেসি এক সাংসদের বাড়িতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও দেখা করার সূচি রয়েছে।

বিকেলে মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানকার রাজকীয় সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ২২ জন শিশুর সঙ্গে ফুটবল ক্লিনিকেও অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের শেষে দুই ভারতীয় ক্রিকেটার মেসিকে উপহার হিসেবে দুটি সই করা জার্সি উপহার দেবেন।

লক্ষাধিক ভক্তের সম্ভাব্য ভিড়ের কারণে স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন থাকবে, এবং বৈধ পাস ছাড়া কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।

দিল্লি প্রশাসনের এক নম্বর অগ্রাধিকার হলো মেসি ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করা

বিপি/ এএস