এমবাপ্পে-রদ্রিগোর গোলে রিয়ালের স্বস্তির জয়
স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২–১ গোলের জয় পেয়ে শিরোপা নিশ্চিতের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল আলোনসোর দল।
রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ২৪তম মিনিটে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে এগিয়ে দেন। জুড বেলিংহ্যামের মাঝমাঠ থেকে বাড়ানো নিখুঁত পাস ধরে ঠান্ডা মাথায় ফিনিশ করেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।
বিরতির পর আলাভেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরায় স্বাগতিকরা। তবে বেশি সময় সমতায় থাকতে পারেনি তারা। ৭৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল থেকে রদ্রিগো গোল করলে আবারও লিড নেয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৩৯ পয়েন্ট। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা তারা এখনও শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। সমান ম্যাচে কাতালানদের পয়েন্ট ৪৩। চাপের মুহূর্তে পাওয়া এই জয় কোচ জাবি আলোনসোর জন্যও স্বস্তির বার্তা হয়ে এসেছে।