মাঠে ফিরেই রেকর্ড সালাহ’র
মোহামেদ সালাহ অস্থির এক সপ্তাহ কাটানোর পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড স্থাপন করেছেন।
লিভারপুলে তার অধ্যায়ের শেষ হতে পারে এমন শঙ্কা থাকলেও, তিনি এবারও নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখান।
লিভারপুলের ২-০ জয়ে সালাহর অ্যাসিস্ট ও গোল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ম্যাচে সালাহ প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড ভেঙেছেন। তার মোট গোল অবদান এখন ২৭৭টি, যার মধ্যে ১৮৮টি নিজের করা গোল এবং ৮৯টি সহায়তা। আগের রেকর্ডটি ওয়েন রুনির, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭৬ গোল করেছিলেন। তবে সালাহ মাত্র ৮ মৌসুমে রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যেখানে রুনি খেলেছিলেন ১৩ মৌসুম।
এর আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালাহ দলে ছিলেন না। তবে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। ম্যাচের শুরুতেই হুগো একিতিকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন, এরপর দ্বিতীয়ার্ধে সালাহর সহায়তায় দ্বিতীয় গোল আসে।
ম্যাচ শেষের পর আফ্রিকা কাপ অব নেশন্স খেলতে মিসরের দলে যোগ দেবেন সালাহ। টুর্নামেন্ট চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে ব্রাইটনের ম্যাচের পর সালাহ লিভারপুলে আর খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। লিডসের বিপক্ষে ড্রয়ের পর তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ব্রাইটনের ম্যাচ হতে পারে তার শেষ ম্যাচ, যেখানে ভক্তদের বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে।
বিপি/ এএস