Daily Bangla Post
  1. হোম
  2. সারাদেশ

ভোলায়

বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, বহু সংখ্যক আহত

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
ভোলা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, বহু সংখ্যক আহত
আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে স্থানীয় বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ডজনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার চকবাজার এলাকায় সংঘর্ষে শুরু হয় বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা।

নির্বাচনী প্রতারণা চালানোর সময় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মীর মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষ আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার সময় দু’পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।