স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ স্থগিত। ছবি- সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ক্লাবের মধ্যে নির্ধারিত ম্যাচ আর অনুষ্ঠিত হবে না।

সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার মন্ত্রণালয় জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করে ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছে।

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তিন দিনের স্টেডিয়াম বরাদ্দের শর্ত লঙ্ঘন করেছে।

মন্ত্রণালয় অভিযোগ করেছে, টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব এবং বিক্রয়কৃত অর্থের ৫০ শতাংশ জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার শর্ত পূরণ করা হয়নি।

এছাড়া খেলা শেষে স্টেডিয়ামের স্থাপনা পরিষ্কার রাখার শর্তও মানা হয়নি।

মন্ত্রণালয় আরও জানায়, স্পনসরশিপ এবং সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থের হিসাব ও নির্ধারিত অংশ প্রদানে সন্তোষজনক অগ্রগতি নেই।

এর পাশাপাশি, সোমবার রাতে জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তাকর্মীদের হামলার ঘটনা গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ১১ ডিসেম্বরের ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে।

 এছাড়া আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচ থেকে প্রাপ্ত টিকিট বিক্রয়, স্পনসরশিপ এবং সম্প্রচার স্বত্ব সংক্রান্ত পূর্ণাঙ্গ হিসাবসহ অর্থের ৫০ শতাংশ জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিতে হবে

বর্তমান পরিস্থিতিতে, আয়োজকরা দুই ফুটবল কিংবদন্তি কাফু ও ক্যানিজিয়ার আগমনের ঘোষণা দিয়েও এখন তাদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায়। লাতিন বাংলা সুপার কাপের ভবিষ্যৎ এখন পুরোপুরি আয়োজকদের শর্ত পূরণ এবং মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিপি/ এএস