সালাউদ্দিন-আশরাফুলকে নিয়ে কি পরিকল্পনা আঁটছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
সালাউদ্দিন-আশরাফুল। ছবি: সংগৃহীত
বর্তমান কোচিং স্টাফদের নিয়ে সন্তুষ্ট থাকায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিশেষায়িত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্বে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে কোচ সালাউদ্দিনের পদত্যাগের কথা থাকলেও আলোচনার মাধ্যমে তা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আলোচনা হয়েছে। সালাউদ্দিন তার বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন।
ফাহিম জানান, সামনে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড বর্তমান সেটআপে আস্থাশীল। যারা এখন কাজ করছেন, তারা দায়িত্বে থাকবেন।
সবকিছু ঠিকঠাক চলছে ও প্রয়োজনে নতুন কাউকে যোগ করা হতে পারে বলে জানান তিনি।
সবকিছু ঠিকঠাক চলছে ও প্রয়োজনে নতুন কাউকে যোগ করা হতে পারে বলে জানান তিনি।
সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর কোচিং স্টাফের কর্মদক্ষতা নিয়ে বিসিবির সন্তুষ্টি আরো বেড়েছে। এই সিরিজেই বিশেষায়িত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলও কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন ফাহিম।
বিপি/আইএইচ
