অবশেষে ফিরছেন পগবা
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফুটবলে ফিরছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ডোপিংয়ের কারণে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার (২২ নভেম্বর) রেঁসের বিপক্ষে মোনাকোর স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এই ম্যাচ দিয়েই ৩২ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানে মাঠে নামতে চলেছেন।
পগবার কেরিয়ারে বড় ধাক্কা আসে ২০২৩ সালের আগস্টে। সে সময় ডোপ টেস্টে নিষিদ্ধ পদার্থ ডিএইচইএ (DHEA) পজিটিভ হওয়ায় তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে আপিলের পর তার নিষেধাজ্ঞা কমিয়ে ১৯ মাসে আনা হয়। পগবার দাবি ছিল, অজান্তেই তাকে নিষিদ্ধ সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চ মাস থেকেই ফুটবলে ফেরার অনুমতি পান তিনি।
গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে মোনাকোতে যোগ দেন পগবা। এটি তার পেশাদার কেরিয়ারে পঞ্চম ক্লাব। এর আগে তিনি লে হাভরের একাডেমিতে খেলেছেন। সিনিয়র কেরিয়ারে তিনি দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেড ও দুই দফায় জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন।
২০১২ সালে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে নিজের জাত চেনান পগবা। ২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। তবে, ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষে তিনি ফের জুভেন্টাসে নাম লেখান। দ্বিতীয় দফায় জুভেন্টাসের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলার পরই ডোপিং সংক্রান্ত জটিলতায় তার চুক্তি বাতিল হয়ে যায়।
মোনাকোতে যোগ দেওয়ার পর ফিটনেস ফিরে পেতে কিছুটা সময় পান পগবা। ৮ নভেম্বর লঁসের বিপক্ষে তার অভিষেক হওয়ার কথা থাকলেও গোড়ালির চোটের কারণে তা পিছিয়ে যায়। রেঁসের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা প্রসঙ্গে মোনাকো কোচ সেবাস্তিয়েন পোকোনিওলি বলেন, ‘পগবা এখনও তার খেলার ভিশন, অভিজ্ঞতা ও টেকনিক ধরে রেখেছে। মাঠে ও মাঠের বাইরে সে দলকে নেতৃত্ব দেবে।’
