মুমিনুলের হাটট্রিকে বড় লিডে বাংলাদেশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
মুমিনুলের হাটট্রিকে বড় লিডে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ার পথে বাংলাদেশ। ওপেনারদের দুর্দান্ত শুরুর পর, চতুর্থ দিনে মুমিনুল হকের ফিফটি এবং মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ের সুবাদে বিশাল লিড পেয়েছে স্বাগতিকরা। 

চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৯১ রান।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ১ উইকেটে ১৫৬ রান করেছিল। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মুমিনুল হক। দিনের শুরুতেই কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। ব্যক্তিগত খাতায় আর মাত্র ৯ রান যোগ করেই আউট হন সাদমান। তিনি ফিরলেন ৭৮ রানে। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি দলনেতা নাজমুল হোসেন শান্ত। মাত্র ১ রান করে দ্রুত সাজঘরে ফেরেন তিনি।

টানা দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে এই জুটি দারুণভাবে দলের হাল ধরেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটে রানের দেখা পেয়েছেন মুমিনুল। ৭৬ বলে নিজের ফিফটি পূর্ণ করার পর লাঞ্চ বিরতির আগে পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১১১ বলে ৭৯ রানে।

অন্যদিকে, নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমও আছেন দারুণ ছন্দে। প্রথম সেশনে তিনি ৭০ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলের বড় লিড নিশ্চিত করতে সাহায্য করেছেন।