রোমাঞ্চকর ম্যাচে ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ
নিজেদের ধারাবাহিক ভুলের কারণে জয়ের প্রথম সুযোগটা হাতছাড়া করেছিল বাংলাদেশ। ১৯৪ রানের সমান স্কোর করে ভারত ম্যাচটি ড্র করায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চ ছড়ায় টাইগার শিবিরে। প্রথম দুই বলেই দুই উইকেট হারায় ভারত। ফলে আকবর আলিদের সামনে দাঁড়ায় জয়ের জন্য মাত্র ১ রানের সহজ লক্ষ্য।
সেই লক্ষ্যও অবশ্য একটু কঠিনই হয়ে যায়, তবে ওয়াইডের সাহায্যে বাংলাদেশ জয় অর্জন করে এবং ফাইনালে উঠে যায়।
রাইজিং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ছিল নাটকের পর নাটক। সুপার ওভারে ভারতের পক্ষে নামানো হয়নি ছন্দে থাকা ওপেনার বৈভব সূর্যবংশীকে। জিতেশ শর্মা ও রমনদীপের ব্যাটে ভারত কোনো রান তুলতে পারেনি। বাংলাদেশ দ্বিতীয় বলেই সেই লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে এবং ফাইনালে উঠে যায়।
এর আগে, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে হাবিবুর রহমান ও এসএম মেহেরবের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচকে নাটকীয় করে তোলে। ভারতের জন্য বৈভবের আউট, প্রিয়াংশ আর্য ও জিতেশ শর্মার ব্যর্থতা এবং রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিং ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। ৬৫ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে দিতে নেমে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় ভারত। ৩৮ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন ৪৪ রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার ৩৩ রান করা জিতেশ শর্মা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
শেষ পর্যন্ত নিজেদের ভুলের কারণে ভারত সুপার ওভারে হেরে যায়, আর বাংলাদেশ ফাইনালে ওঠে দারুণ এক জয় নিয়ে।
