‘বহিঃশত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
‘বহিঃশত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সশস্ত্রবাহিনীর প্রতি ‘বহিঃশত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সদা প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শিগগিরই নির্বাচনের দিকে এগোচ্ছি। নির্বাচনের সুন্দর ও সফল আয়োজন নিশ্চিত করতে যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই নির্বাচন হবে উৎসবমুখর, যেখানে সশস্ত্রবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব।

তিনি আরও বলেন, ‘শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বিশ্বাসী। তবে যেকোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে সশস্ত্রবাহিনীর দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি হয়নি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। আমাদের পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে।’

জাতিসংঘে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে ১০টি মিশনে সেনা সদস্যরা কাজ করছেন। বৃহৎ নারী শান্তিরক্ষী পাঠানো দেশও আমরা। কাতার আমাদের থেকে জনবল নেবে। এসবই আমাদের গৌরবের স্বীকৃতি।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় নিহতদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ২০০৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন।