ড. ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে পৌঁছান চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নামার পর হুইলচেয়ারে বসে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
এ সময় খালেদা জিয়ার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। উপস্থিত অতিথিদের অভিবাদনের জবাবে হাত তুলে শুভেচ্ছা জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।
