১০০ তে ১০০ মুশফিকের

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
১০০ তে ১০০ মুশফিকের
ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনটি ছিল মুশফিকের জন্য বিশেষ এক দিন। কেননা মাঠে নেমেই যে তিনি বনে গেছেন ১০০ টেস্ট খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। 

আর ক্যারিয়ারের অবিস্মরণীয় সেই ম্যাচটি তিনি রাঙ্গালেন রাজকীয়ভাবেই। সেঞ্চুরি দিয়েই শুরু করলেন শততম টেস্টের প্রথম ইনিংসটি। 

প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেই দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পৌঁছে যান তিনি সেই ম্যাজিক্যাল তিন অঙ্কের ঘরে।

ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরি ছুঁতে ১০৯ বলে ফিফটি ছোঁয়া মুশফিক তিন অঙ্কের ঘরে যেতে খেলেন ১৯৫ বল। মারেন ৫টি বাউন্ডারি।

টেস্ট ক্রিকেটারদের ভেতর মুশফিক ৮৪তম ক্রিকেটার যিনি কি না ছুঁতে পেরেছেন শত টেস্টের মাইলফলক। পাশাপাশি বিশ্বের ১২ নম্বর ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতকের দেখা পেলেন তিনি। 

১৯৬৮ সর্ব প্রথম মাইকেল কলিন কাউড্রি এই কীর্তি গড়েছিলেন। ১৯৮৯ সালে দ্বিতীয়টি করেন পাকিস্তানের জাবেদ মিয়াঁদাদ। এরপর একে একে এই তালিকায় নাম লেখান আরও ৮ জন।

সবশেষ ২০২২ সালে এই তালিকায় নাম উঠান আরেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। আর এবারে প্রথম বাংলাদেশি হিসেবে এলিট এই তালিকায় নাম তুললেন মুশফিক।

একইসঙ্গে মি. ডিপেন্ডেবল এই সেঞ্চুরির মধ্য দিয়ে মুমিনুল হকের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও বসিয়েছেন ভাগ।