রেকর্ড গড়া জুটিতে দেড় দিনেই বাংলাদেশের রান পাহাড়

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
রেকর্ড গড়া জুটিতে দেড় দিনেই বাংলাদেশের রান পাহাড়
ছবি : বিসিবি

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পরই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। ৪ উইকেটের খরচায় ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মুশফিকের ঐতিহাসিক রেকর্ড গড়া সেঞ্চুরি, লিটনের ১৪ মাস পর হাঁকানো শতক, সেই সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে মুশফিক–মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক লিটন, ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজ শতরানের জুটিতে ভর করে সবগুলো উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৭৬ রান তোলে স্বাগতিকরা।

এই টেস্ট ম্যাচটি রীতিমত এখন বনে গেছে বাংলাদেশের রেকর্ড গড়ার ম্যাচ হিসেবে। প্রথম বাংলাদেশি হিসেবে শত টেস্ট খেলার রেকর্ড মুশফিক গড়েছিলেন ম্যাচের প্রথম দিনেই। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির কোঠা পূর্ণ করে মুশি ইতিহাসের ১২তম ব্যাটার হিসেবে নাম লেখান রেকর্ডবুকে।

সেঞ্চুরির পর বেশিদূর আর যেতে পারেননি মি. ডিপেন্ডেবল। ১০৬ রানে থামতে হয় তাকে। তার আগে লিটনের সাথে মিলে গড়েন ১০৮ রানের জুটি।

এদিকে উইকেট আগলে ধরে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকার গতি সচল রেখে ১৪ মাস পর সেঞ্চুরি বাগিয়ে নেন লিটনও। দলীয় ৪৩৩ রানে মিরাজ ব্যক্তিগত ৪৭ রানে বিদায় নিলে ভাঙ্গে তাদের সেই জুটি। কিন্তু ততক্ষণে অনন্য এক রেকর্ড করে ফেলেছে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক–মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক লিটন, ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজ শতরানের জুটি গড়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি প্রথম।

সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার ঘটনা এ নিয়ে ঘটল তিনবার। এর আগে দুবার হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৯) এবং পাকিস্তান-শ্রীলঙ্কা (২০২৩) টেস্টে।

মিরাজের পরপর বিদায় নেন লিটনও। তার বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। আর স্কোরবোর্ডে তোলে ৪৭৬ রান।