তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিশাল লিড

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক ঢাকা
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিশাল লিড
অর্ধশতক উদযাপনে সাদমান ইসলাম।ছবি: ক্রিকইনফো

প্রথম দিনের এক সেশনে একশ রানের আগেই পাঁচ উইকেট তুলে নিতে পারলেও শেষ পাঁচ উইকেট তুলে নিতে কিছুটা বেগ পেতে হয় স্বাগতিকদের। মিরপুর টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে গিয়ে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর ওয়ানডে মেজাজে ব্যাট করে বাকি সময় পার করে দেয় টাইগাররা।

দু্ই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দেখা পেয়েছেন অর্ধশতকের। জয় ৬০ রান করে ফিরে গেলেও মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের লিডকে ৩৬৭ রানে নিয়ে গেছেন সাদমান।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা টেস্টের তিৃতীয় দিন শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান। টাইগাররা লিড পেয়েছে ৩৬৭ রানের। সাদমান অপরাজিত আছেন ১১০ বলে ৬৯ রানে, মুমিনুল ১৯ রানে।

এর আগে দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে অলআউটট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে ২১১ রানের বড় লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিলে গড়েন শতরানের জুটি। ৩১ তম ওভারে গ্যাবিন হোয়ের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন জয়। ৯১ বলে ৬ চারে ৬০ রান করেন ডানহাতি এই ওপেনার।

এর আগে দিনের শুরুতে বড় জুটি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। এরই মাঝে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা। যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় মিনিট তিনেক। এরপর আবার মাঠে নামার পর এক ওভারে আইরিশদের ২ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

ভূমিকম্পের পর মাঠে ফিরে লরকান টাকার ও স্টিফেন ডোহেনির ৮১ রানের জুটি ভাঙেন তাইজুল। ৫৯তম ওভারের প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন তিনি। ওভারের প্রথম বলে বোল্ড করেন স্টিফেন ডোহেনিকে। ৭৭ বলে ৪ চারে ৪৬ রান করে ফেরেন এই অভিষিক্ত।

এর এক বল পরই ব‍্যাট-প‍্যাডের ফাঁকা গলিয়ে সরাসরি বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রাইন। ২ বল খেলেও রানের ‍খাতা খুলতে পারেননি এই স্পিনার।

এরপর আবারও আইরিশরা উইকেটে থিতু হওয়ার চেষ্ট করে। কিন্তু ৮০ ওভার শেষ হওয়ার পর দ্বিতীয় নতুন বল নেন অধিনায়ক শান্ত। এরপরই আইরিশদের দুই উইকেট তুলে নেন দুই পেসার এবাদত ও খালেদ।

৮৩তম ওভারে ইবাদতের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেইল। ৮৩ বলে ৯ চারে ৪৯ রান করেন তিনি। আর ৮৬ তম ওভারে খালেদ ফেরান গ্যাবিন হোয়েকে। ১০ বলে ৪ রান করেন হোয়ে।

তিন ওভার পর তাইজুলের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হামফ্রিস। ১৪ বলে ৪ রান করেন তিনি।

অন্যপ্রান্তে টেস্টের দ্বিতীয় দিন ১১ রানে অপরাজিত থাকা লরকান টাকার এদিন প্রথম সেশনেই তুলে নেন অর্ধশতক। তবে যোগ্য সঙ্গীর অভাবে পাননি শতকের নাগাল। শেষ পর্যন্ত অপরজিত থেকে মাঠ ছাড়েন ১৭১ বলে ৭ চারে ৭৫ রান করা এই আইরিশ ব্যাটার।

এর আগে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয় শান্ত বাহিনী। এরপর ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড।