মুশফিককে নিয়ে সাকিবের আবেগঘন বার্তা
ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহিম। মুশির এই বিশেষ দিনে দেশের ক্রিকেটাঙ্গন জুড়ে চলছে নানা আয়োজন।
মুশির এই বিশেষ দিনে তাকে ভুলেন নি সাকিব আল হাসান। হয়তো সাকিব খেলতেন এই টেস্টেও। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে দেশে ফেরাটাই বাঁহাতি এই অলরাউন্ডারের জন্য দায়। মুশির এই বিশেষ দিনে দূরে থাকলেও সতীর্থকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিককে উদ্দেশ্য করে সাকিব লেখেন, লর্ডসে তার প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত মুশফিক তাকে যেমন অনুপ্রাণিত করেছেন, তেমনি অনুপ্রাণিত করেছেন দেশের অসংখ্য ক্রিকেটারকে।
সাকিব লিখেন, ‘আমার মনে আছে, লর্ডসে আপনার প্রথম টেস্টের প্রতিটি বল আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে দেখেছিলাম। সেদিন থেকেই আপনি আমার ও দেশের অগণিত ক্রিকেটারের অনুপ্রেরণা। খেলায় নিজের পুরোটা উজার করে দিতেন আপনি সবসময়। সে সময় থেকে এখন পর্যন্ত আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে গণ্য করি, যতদিন খেলবো ততদিনই আপনি আমার ক্রিকেট অধিনায়ক থাকবেন।’

তিন আরও লিখেন, ‘মুশফিক ভাই, আপনার এই বিশেষ দিনে শুভকামনা। ১০০ টেস্ট যেই কোনো ক্রিকেটারের জন্য ঐতিহাসিক বিষয়। আপনার প্রথম ম্যাচে যেমন প্রতিটি বল আমি দেখেছিলাম, এইবারও আপনার শততম টেস্টের সবগুলো বলই আমি দেখবো। আশা করি ম্যাচটি আপনি উপযোগ করবেন। আমি যদি এই ম্যাচটা আপনার সাথে খেলতে পারতাম, আপনার সাথে দিনটা মাঠে কাটাতে পারতাম।’
মুশফিকের সাফল্যের এই বিশেষ দিনে সাকিবের বার্তা আবারও মনে করিয়ে দিল, বাংলাদেশের ক্রিকেটে তাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন এখনো অটুট।
