ভারতকে হারিয়ে দুই কোটি টাকা পাচ্ছে জামালরা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
ভারতকে হারিয়ে দুই কোটি টাকা পাচ্ছে জামালরা
ছবি : সংগৃহীত

২২ বছর পর জামাল ভূঁইয়া-সামিত সোমদের পায়ে বধ হলো ভারত। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে হামজা-মোরসালিনরা। এই জয়ে দেশের ক্রীড়াঙ্গনে লম্বা সময় পর আসলো আনন্দের ঢেউ।

ঐতিহাসিক এই জয়ের কারণে ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বোনাস দেয়ার পরিকল্পনা করছে ফুটবলারদের। সেই বোনাসের ঘোষণার আগেই বড় এক সুখবর পেল জাতীয় দলের ফুটবলাররা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ঐতিহাসিক এই জয়ের কারণে জাতীয় দলের জন্য বোনাস ঘোষণা করেছেন। তার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ দল পেতে যাচ্ছে দুই কোটি টাকা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন।

যদিও বাফুফেও সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও সেই বোনাসের মুখ দেখেনি সাফজয়ী নারী ফুটবলাররা।