মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হোম অব ক্রিকেট মিরপুরে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঐতিহাসিক এক ম্যাচ। কেননা জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষ ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে এটি শততম টেস্ট।

ইতোমধ্যেই সিরিজের প্রথম টেস্ট জয়ের সুবাদে ১-০ তে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মুশির শততম টেস্টটা জয় দিয়েই রাঙ্গাতে বদ্ধপরিকর টাইগাররা।

এদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ