যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডোলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে এমন ঘোষণা দেন এমবিএস।

প্রথমে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ছিল সৌদি আরবের। কিন্তু ট্রাম্প এমবিএসকে অনুরোধ করেন বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। অনুরোধ রেখেই নতুন এই ঘোষণা দেন সৌদি ক্রাউন প্রিন্স।

ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমার মনে হয়, এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা যায়। আমরা সেটিই করবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্বের খাতিরে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি আমাদের এই বন্ধুত্ব আরও বহুদূর যাবে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ প্রোসডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠককে ‘সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে। যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি উল্লেখ করেননি।