প্রচারণায় ‘ময়লা পানি’ নিক্ষেপ, যা বললেন ওসমান হাদি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
প্রচারণায় ‘ময়লা পানি’ নিক্ষেপ, যা বললেন ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ইতোমধ্যেই নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে শুরু করে দিয়েছেন নিজের প্রচার-প্রচারণা।সাড়াও পাচ্ছেন বেশ।

এরই ধারাবাহিকতায় শনিবার নির্বাচনি প্রচারণা চালান রাজধানীর মতিঝিলে। তবে সেখানে গিয়েই দলবলসহ বিরূপ পরিস্থিতির মুখে পড়েন হাদি।

এদিন মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছেন ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে আরও মারেন।’

এ বিষয়ে একটি গণমাধ্যমকে হাদি বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনি প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদি।