১৫ মিনিটেই অলআউট আয়ারল্যান্ড
তাইজুলের ঘূর্ণি আর হাসান মাহমুদের পেইস তোপে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের ১৫ মিনিটেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আইরিশদের সংগ্রহ ২৮৬ রান।
৮ উইকেটে ২৭০ রান নিয়ে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের শুরুতেই বাকি থাকা দুটি উইকেট তুলে নেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
দুই উইকেট হাতে রেখে দিনের খেলা শুরু করে প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বের করে আনার ইঙ্গিত দিচ্ছিলেন ব্যারি ম্যাককার্থি। হাসান মাহমুদের করা প্রথম ওভারেই দুটি চার হাঁকিয়ে দিনের শুরুটা করেন তিনি।
পরের ওভারে তাইজুল দ্বিতীয় ডেলিভারিতেই ম্যাথু হামপ্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পতন ঘটান আইরিশদের নবম উইকেটের।
পরের ওভারের দ্বিতীয় বলে আঘাত হানেন হাসান। ম্যাককার্থি বোল্ড হওয়ার মধ্য দিয়ে শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস। মাঠ ছাড়ার আগে এই টেল এন্ডারের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৩১ রান।
এর আগে আইরিশদের পক্ষে ৭৬ বলে ৯ চারের সাহায্যে সর্বোচ্চ ৬০ রান আসে অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে। ম্যাচ শুরুর চতুর্থ বলেই অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফেরানোর পর স্টার্লিং ও ক্যাড কারমাইকেল মিলে ৯৬ রান যোগ করেন। কারমাইকেলের ব্যাটে আসে ৫৯ রান। ১২৯ বলের ইনিংসে তিনি ৭টি চার হাঁকান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল নেন ২টি করে উইকেট আর নাহিদ রানা ঝুলিতে পুরেন এক উইকেট।
