যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল ইরান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইতিবাচক মনোভাব না থাকায় দুই দেশের মধ্যে কোনো আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৯ নভেম্বর) দেশটির সরকারি তথ্য কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে কোনো আলোচনা বাস্তবসম্মত হবে না। কারণ ইরান আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক আচরণ লক্ষ করেনি।

তিনি জানান, ইরান সবসময় আলোচনায় প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে সমতা ও পারস্পারিক স্বার্থের ভিত্তিতে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি সমান মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনার আগ্রহ দেখায়। তবে ইরান আলোচনার কথা ভেবে দেখবে। যুক্তরাষ্ট্র সমতা ও যৌথ স্বার্থে আগ্রহ দেখালে এই সমঝোতা সম্ভব হবে।