প্রবাসী ভোটারদের যে সুসংবাদ দিল ইসি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
প্রবাসী ভোটারদের যে সুসংবাদ দিল ইসি
ছবি- সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এ সময় আমজনতার  দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগতভাবে আপিলের পরামর্শ দেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, কিছু শর্তের আওতায় না মঞ্জুর হয়েছে নিবন্ধন।

প্রার্থী ও রাজনৈতিক দলের কেউ সংক্ষুব্ধ থাকলে যে কোন সময় আবেদন করতে পারে বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব।

আচরণবিধিমালার গেজেট প্রকাশ পেলে সংলাপের সময় ঠিক করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু আছে। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এই কার্যক্রম চালু হয়েছে।